সরকারের সাফল্য অর্জনের প্রচারাভিযানে বিশ্বনাথে প্রেস ব্রিফিং
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে গতকাল রবিবার সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণ কে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমের লক্ষ্যে বিশেষ প্রচারাভিযান বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুল হক, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলি, কৃষি কর্মকর্তা মো. খায়রুল আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক) সোলায়মান হোসেন, বিশ্বনাথ প্রেসকাব সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, সদস্য এমদাদুর রহমান মিলাদ, নূরউদ্দিন, জামাল মিয়া, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, সাইফুল ইসলাম বেগ, মশিউর রহমান, শুকরান আহমদ রানা, ফটো সাংবাদিক সফিকুল ইসলাম শফিক প্রমুখ।