বড়লেখায় অনলাইন আউটসোর্সিং প্রশিনার্থীদের সনদপত্র ও অনলাইনের মাধ্যমে আয়কৃত অর্থ বিতরন
মধু চৌবে,শ্রীমঙ্গল থেকেঃ মৌলভীবাজারের বড়লেখায় অনলাইন আউটসোর্সিং প্রশিানার্থীদের সনদপত্র ও অনলাইনের মাধ্যমে আয়কৃত অর্থ বিতরন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা প্রশাসক কামরুল হাসান আনুষ্ঠানিকভাবে বিশ জন প্রশিনার্থীদের হাতে সনদপত্র ও অনলাইনে আয়কৃত নগদ এগার হাজার টাকা তুলে দেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোঃ আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সাংবাদিক লিটন শরীফ, প্রশিক সাইফুল ইসলাম অপু উপস্থিত ছিলেন।