বিশ্বনাথে পুলিশের বিশেষ অভিযান : সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৯
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে পুলিশের বিশেষ অভিযানের প্রথম দিনে তিনজন সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত পাঁচজন এবং মাদকসহ একজনসহ ৯জন কে গ্রেফতার করেছে পলিশ। বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেনের নেতৃত্বে এসআই মো. আব্দুস সালাম, এসআই মো. মশিউর রহমান, এসআই মো. দেলোয়ার হোসেন, এসআই ফজলে রাব্বী, এসআই মো. টিপু সুলতান, পিএসআই আবু সাঈদ, এএসআই মো. হুমায়ুন কবির ও এএসআই মো. মাসুদ আলম অংশ গ্রহণ করেন। গ্রেফতারকৃত আসামীরা হলেন দীর্ঘ দিনের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবুল খায়ের ও আব্দুস সালাম। তারা ৬ মাস ও ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিল। এছাড়া ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আকদ্দছ আলীকে গ্রেফতার করে। এই টিমের অন্যান্য এসআই ও এএসআইবৃন্দ বিভিন্ন মামলার পরোয়ানাভূক্ত আসামী রফিকউদ্দিন, সিরাজুল ইসলাম, মুখলিছ মিয়া, আব্দুল আজিদকে গ্রেফতার করে। এদের মধ্যে রফিক উদ্দিনের নামে চাঁদাবাজীসহ চুরি সংক্রান্তে ২টি পরোয়ানা থানায় মূলতবী ছিল। বিশেষ অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী ওয়াসিমকে আটক করা হয়।
পুলিশের প্রেসবিজ্ঞপ্তিতে প্রকাশ, সিলেট রেঞ্জে সদ্য যোগদানকৃত ডিআইজি মো. মিজানুর রহমান (প্রেসিডেন্ট পুলিশ পদক প্রাপ্ত) তাঁর আওতাধীন সকল জেলায় চলতি মাসের ১১ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত গোটা রেঞ্জের বিভিন্ন থানা এলাকার তালিকাভূক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, অবৈধ অস্ত্রধারী, চোর-ডাকাত, থানায় মূলতবী বিভিন্ন পরোয়ানার আসামীসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার এবং অস্ত্র, মাদক উদ্ধারের লক্ষ্যে গত ২/১০/২০১৪ ইং তারিখ সকল জেলায় একযোগে বিশেষ অভিযান পরিচালনার জন্য আদেশ জারী করেন।