নবীগঞ্জে প্রবাসীর বাড়িতে র্দূর্ধষ ডাকাতির ৬ মাস পেরিয়ে গেলেও ডাকাতরা ধরাছোয়ার বাহিরে
আতংক কাটেনি প্রবাসী পরিবারে
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকেঃ নবীগঞ্জের বৈঠাখাল গ্রামে সৌদি আরব প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৬ মাস পেরিয়ে গেলেও দূর্বৃত্তরা এখনো রয়েছে ধরাছোয়ার বাহিরে। এখনো আতংক কাটেনি ঐ প্রবাসীর পরিবারে। নগদ সাড়ে ৬ ল টাকা, ৩৭ ভরি স্বর্ণালংকার, ১৫টি দামী মোবাইল ফোন, একটি ল্যাপটপ সহ প্রায় ২৫ লাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় অস্ত্রধারী ডাকাতদল।
জানাযায়, উপজেলার বৈঠাখাল গ্রামে সৌদি আরব প্রবাসী সাইদুল ইসলামের বাড়িতে গত ২ এপ্রিল দিবাগত গভীর রাতে একদল অস্ত্রধারী ডাকাত হানা দিয়ে বাড়ির লোকজনকে হাত-পা বেধে ও মারপিট করে উল্লেখিত পরিমান টাকা, স্বর্ণালংকার সহ ২৫ লাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। এই ঘটনায় আজ অবধি থানায় বা আদালতে কোন মামলা না হওয়ায় ডাকাতদলকে আজো আইনের আওতায় আনা সম্ভব হচ্ছেনা। উক্ত ঘটনায় ওই পরিবারের লোকজনের মধ্যে এখনো চরম আতংক বিরাজ করছে। ডাকাতির ঘটনা সংঘটিত হওয়ার পর থেকে ওই পরিবারের লোকজন ডাকাতদলের দেওয়া হুমকিতে আজো চরম নিরাপত্তাহীনতায় ভূগতেছেন। বাড়ির গৃহকর্তা সৌদি আরব প্রবাসী সাইদুল ইসলামের বড় ভাই সিরাজুল ইসলাম জানান, ডাকাতির ঘটনা সংঘটিতকালে ডাকাতরা তাদেরকে মামলা মোকদ্দমা না করার জন্য হুমকি দিয়ে যায় এজন্য এখনো কোন মামলা তারা করেননি। অপরদিকে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতির ঘটনার সত্যতা পেলেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ডাকাতরা নবীগঞ্জের ও আশপাশ এলাকার আঞ্চলিক ভাষায় কথা বলেও তিনি জানান।