দুই মেয়রের হাস্যোজ্জল কুলোকুলি : কুশল বিনিময়
সুরমা টাইমস ডেস্কঃ সিটি করপোরেশনের নির্বাচনের পর থেকে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মধ্যে একটা নিরব দূরত্ব সৃষ্টি হয়েছে। পারত পক্ষে সাবেক ও বর্তমান এ দুই মেয়র মুখোমুখি হন না। কেবলমাত্র মাঝে মধ্যে সামাজিক অনুষ্ঠানে দেখা হয় তাদের। দেখা হলে অবশ্য কুশল বিনিময় করতে ভুলেন না দুজনের কেউই। দুইজনেরই শ্বশুরবাড়ি বৃহত্তর ময়মনসিংহ হওয়ায় ‘ভায়রা ভাই’ হিসেবেও তাদের পরিচিত রয়েছে।
সোমবার ঈদের নামাজে এসে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে দেখা হয় দুই মেয়রের। নামাজ পড়ে হাসিমুখে একে অপরকে টেনে নেন বুকে। কোলাকুলির পর দুইজনে কুশল বিনিময় করেন। একে অপরের ব্যক্তিগত খোঁজ-খবর নেয়ার পাশাপাশি নগরবাসীর মঙ্গলও কামনা করেন।
সাবেক ও বর্তমান মেয়রের এই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক দেখে উপস্থিত মুসল্লীরাও অভিভূত হন। এরকম সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলে সিলেট নগরীর উন্নয়ন কখনো থমকে দাঁড়াবে না বলেও মন্তব্য করেন উপস্থিত অনেকে।