জকিগঞ্জে মুসলিম জনতার বিােভ মিছিল
জকিগঞ্জ প্রতিনিধিঃ লতিফ সিদ্দিকীর ফাসির দাবীতে গতকাল জকিগঞ্জে মুসলিম যুব সমাজের ডাকে পৌর শহরে বিােভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। বিােভ মিছিল কোর্ট মসজিদ পয়েন্ট থেকে শুরু হয়ে এমএ হক চত্তরে প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় ব্যবসায়ী মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে ও মাওলানা জাকারিয়া হুসাইন আহমদাবাদীর পরিচালনায় বক্তব্য রাখেন হাফিজ মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা সাইফুর রহমান, শায়খুল হাদিস মাওলানা হুসাইন আহমদ। প্রতিবাদ সভায় বক্তারা লতিফ সিদ্দিকীর ফাসি নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। তারা বলেন, জামাত শিরির ইসলামী লেবাসে ইসলাম বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তারা লতিফ সিদ্দিকির পাশাপাশি জামাত শিবিরেরওবচারের দাবী জানিয়েছেন।