দিরাইয়ে চলছে দলবদলের রাজনীতি
জুবের সরদার দিগন্ত, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাইয়ে চলছে দল বদলের রাজনীতি, সারা দেশের তুলনায় দিরাইয়ের রাজনীতি সম্পুর্ন ভিন্ন। এখানের রাজনীতি চলে স্থানীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত ও সাবেক সংসদ সদস্য নাছির চৌধুরীকে ঘিরে। এ প্রথা চলে আসছে প্রায় দুই যুগ ধরে। গত ২৯ সেপ্টেম্বর উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতইয়া ওয়ার্ড যুবদলের সভাপতি সহ ১৫ জন, স্বেচ্চাসেবক দলের প্রচার সম্পাদক সহ ১২ জন এবং তরুণ দলের সহ সাধারণ সম্পাদক সহ ৪০ জন নেতাকর্মী যুবলীগে যোগদান করেছেন। তারা স্থানীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের হাতে ফুল দিয়ে যুবলীগে যোগদান করেন। যোগদানকারীদের মধ্যে বক্তব্য রাখেন, আবু তাহের, কাওসার আহমদ, জিলা মিয়া, রহমত আলী, আলী আহমদ, সুহেল মিয়া, নুরুজ্জামান, আেহার আলী, আরজদ আলী, রব্বানী আহাদ মিয়া, লেবু মিয়া, সুনম মিয়া, মিলাদ মিয়া, জায়েদ মিয়া প্রমূখ। তাদেরকে বরণ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপি কোন রাজনৈতিক দল নয়। এটা সামরিক ঘাটিতে সৃষ্টি একটি কুচক্রীমহলের সংগঠন। আগামী দু বছরের মধ্যেই এদেশে বিএনপি নামে কোন দল থাকবেনা। তাই দেশের প্রত্যেক এলাকায় বিএনপি ছেড়ে দলে দলে নেতাকর্মী আওয়ামিলীগে যোগ দিচ্ছে। আমি আশা করি আজ যারা যুবলীগে যোগদান করেছেন, তাদেও সঠিক নেতৃত্বে দিরাই-শাল¬া উন্নয়নের মডেল হবে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক রঞ্জন রায়, যুবলীগ সহসাধারণ সম্পাদক সুয়েব আহমদ প্রমূখ। প্রসঙ্গত ২৯ আগস্ট দিরাই পৌর শহরের ৮নং ওয়ার্ডের আওয়ামীলীগের কাউন্সিলর জয়নুল হক চৌধুরী শতাধিক নেতাকর্মীসহ নাছির চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।