লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে অনড় দিরাইবাসী
জুবের সরদার দিগন্ত, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ মহানবী, হজ্ব ও তাবলীগ জামায়াত নিয়ে কটুক্তি করার প্রতিবাদে দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুসলিম জনতা। বৃহস্পতিবার আসরের নামজের পর উপজেলা পরিষদ মসজিদ থেকে মিছিল শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা পয়েন্টে গুল চত্ত্বওে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা মুজাহিদুল ইসলাম, আলী আকবর চেধুরী, জুনেদ আহমদ, আল মারিয়াদ তনয়, মিজানুর রহমান মিজান, আবুল হুসেন, মুজাহিদুল ইসলাম সরদার, প্রমূখ।