বালাগঞ্জে পুলিশী অভিযানে ২জন গ্রেফতার
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে থানার সদর ইউনিয়নের তরবিতা গ্রামের অনিক শব্দকরের পুত্র শংকর শবদকর (৪০) ও গ্রাম চাঁনপুর গ্রামের মৃত হারিছ উল্বা ছেলে আছকির মিয়া (৩৫)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধা সাড়ে ৫টায় শংকর শবদককে ৫০গ্রাম গাঁজাসহ ইলাশপুর এলাকা থেকে ও আছকির মিয়াকে মদ্যপবস্থায় সন্ধা সাড়ে ৬টায় বালাগঞ্জবাজার এলাকা থেকে থানার এসআই অরুপ কুমার চৌধুরীর ও এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ অকিল উদ্দিন আহমদ গ্রেফতারের সত্যতা নিশ্চত করে জানান, গ্রেফতারকৃতদের গতকাল বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।