তাহিরপুর প্রেসকাবের মানববন্ধন
কামাল হোসেন,তাহিরপুর(সুনামগঞ্জ): তাহিরপুর উপজেলা প্রেসকাবের সহসভাপতি দৈনিক যায়যায়দিন পত্রিকার তাহিরপুর সংবাদদাতা ও হাওর নিউজ টুয়েন্টিফোরডট কম এর স্টাফ রিপোর্টার বাবরুল হাসান বাবলুর উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে তাহিরপুর প্রেসকাবের মানববন্ধন।গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্টিত হয়।মানববন্ধনে সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন,্উপজেলা প্রেসকাবের উপদেষ্টা সিলেটের ডাক প্রতিনিধি রমেন্দ্র নারায়ন বৈশাখ,উপজেলা প্রেসকাবের সভাপতি সমকাল প্রতিনিধি আমিনুল ইসলাম,সাধারন সম্পাদক ইত্তেফাক সংবাদদাতা আলম সাব্বির, সাংগঠনিক সম্পাদক দৈনিক সংবাদ কামাল হোসেন, সামায়ুন (দৈনিক দেশের পত্র) আহমদযুগ্ম সম্পাদক মানব জমিন প্রতিনিধি এম এ রাজ্জাক, প্রমূখ।
উল্লেখ্য গত ২৬ সেপ্টেম্বর দেশের বিভিন্ন জাতীয়,স্থানীয় ও অনলাইন পত্রিকায় রিচিং আউট অব স্কুল চিলড্রেন(রস্ক)ফেইজ-২ এর আনন্দ স্কুলের উপজেলা ট্রেনিং কো-অর্ডিনেটর মোস্তাক আহমদের অনিয়ম দুর্নিতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর ট্রেনিং কো-অর্ডিনেটর মোস্তাক আহমদ ক্ষিপ্ত হয়ে ২দিন পর ২৮ সেপ্টেম্বর সাংবাদিক বাবরুল হাসান বাবলু সহ ৪জনকে আসামী করে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করে।মানববন্ধনে বক্তারা বলেন,অবিলম্বে সাংবাদিক বাবরুল হাসান বাবলু উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে অন্যথায় তাহিরপুর প্রেসকাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হবে।