ইতালির মিলানে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
নাজমুল হোসেন,ইতালি থেকেঃ ইতালির মিলানে মিলান সহ আশপাশের অন্যান্য শহরের জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩ টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে মিলান বিএনপির সভাপতি খান এমদাদ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ মনির এর পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন। সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইতালি বিএনপির সহ সভাপতি জিয়াউল হক জিয়া,সহ সভাপতি মোজাম্মেল হক দিপু,মিলান বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান আইয়ুব,ইতালি যুবদলের সভাপতি আনিসুর রহমান সালাম,ইতালি জিয়া পরিষদের এম জি শাকিল খান,মিলান বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন,ব্রেসিয়া বিএনপির সভাপতি হালিম খান,ভেনিস বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু,ভারেজ বিএনপির সভাপতি উসমান,বেরগামো বিএনপির সভাপতি তুহিন আহমেদ,গালারাতে বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রনি,ফিরেনস বিএনপির সাধারণ সম্পাদক ওমর। এছাড়া বর্ধিত সভায় বক্তব্য রাখেন মিলান বিএনপির সাং গঠনিক সম্পাদক হারুন উর রশিদ,সহ সভাপতি কাজী দিপু,শাহীন হাওলাদার,যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রিপন,সেচ্ছা সেবক দলের সভাপতি সিদ্দিকুর রহমান,সাবেক সম্পাদক আবুল কালাম,হুমায়ুন কবির,আশরাফ আলম,নজরুল ইসলাম জুয়েল প্রমুখ। সভায় বিএনপি কে সাং গঠনিক ভাবে প্রবাসে সুসংঘটিত করে খালেদা জিয়ার হাতকে আরো শক্তশালী করতে কি কি করণীয় এবং বর্তমান সরকারের কর্মকান্ড সাধারণ মানুষের কাছে তুলা ধরে বাকশালী সরকারকে ক্ষমতা থেকে বিতারিত করে জাতীয়তাবদী শক্তি কে ক্ষমতায় পুনরায় আনতে সকলকে এক সাথে কাজ করার অঙ্গীকার করেন। বিএনপির সকল কার্যক্রমে সকল শহরের বিএনপি কে নিয়ে একত্রিত হয়ে কাজ করার আহবান করা হয়। সভায় বিএনপি ,যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।