মৌলভীবাজারে আওয়ামীলীগ নেতার হাতে অধ্যক্ষ নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও হাজী মুখলেছুর রহমান কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর ননী গোপাল রায়কে শারিরীকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদ ও এম এ রহিম শহীদ ও তার ছোট ভাই মুজিবুরের শাস্তি দাবি করে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি করেছে মৌলভীবাজার সরকারী কলেজের শিক্ষার্থীরা। এসময় তাদের সাথে একাত্বতা পোষণ করে আলোর দিশারি নামে একটি সমাজ উন্নয়ন সংস্থাও মানববন্ধনে অংশ নেয়।সোমবার সকাল ১১টায় মৌলভীবাজার প্রেস ক্লাবের সম্মুখে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উত্তম রায়, কৌশিক দে, সঞ্জয় রায়, গোপাল রায়, ইসহাক আহমদ চৌধুরী, সাঈদ আহমদ আদনান, ভৌমিক দেব, প্রদীপ রঞ্জন প্রমুখ।তারা অধ্যক্ষ ননী গোপাল রায়কে শারিরীকভাবে লাঞ্ছিত করায় আওয়ামী লীগ নেতা এম এ রহিম শহীদ ও তার ছোট ভাই মুজিবুরের শাস্তি দাবি করেন। এসময় এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানা পুলিশ মামলা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়।উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নে মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও হাজী মুখলেছুর রহমান কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর ননী গোপাল রায় তার বকেয়া বেতন চাইলে কলেজের গভর্নিং সভাপতি, আওয়ামীলীগ নেতা এম এ রহিম শহীদ ও আজীবন দাতা সদস্য মুজিবুর রহমান মুজিব তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করেন।পরে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা রেকর্ড করেনাই বলে অধ্যক্ষ সাংবাদিকদের জানান।