নবীগঞ্জ ঐতিহ্যবাহী জে.কে.স্কুলের সভাপতি পদে ৩য় বারে মত নির্বাচিত হয়েছেনআলমগীর চৌধুরী
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জের ঐহিত্যবাহী জে.কে. মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে ৩য় বারের মত নির্বাচিত হয়েছেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী গতকাল শনিবার সকালে নবীগঞ্জ জে.কে. মডেল উচ্চ বিদ্যালয় শিক মিলনায়তয়নে ম্যানেজিং কমিটির নির্বাচন ২০১৪এর সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সদস্যগণ ২ জন প্রার্থীকে সভাপতি হিসাবে প্রস্তাব করেন। উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরীকে প্রস্তাব করেন ম্যানেজিং কমিটির সদস্য অরবিন্দু রায় এবং সমর্থন করেন ম্যানেজিং কমিটির সদস্য রূপায়ন চক্রবর্ত্তী । অপর দিকে ম্যানেজিং কমিটির দাতা সদস্য গোলাম রব্বানী চৌধুরী সভপতি পদে সুখেন্দু রায় বাবুলের নাম প্রস্তাব করেন, উক্ত প্রস্তাবে সমর্থন করেন ম্যানেজিং কমিটির সদস্য মোস্তফা আল-হাদী। তখন অন্যান্যে সদস্যরা প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা মোঃ নজরুল ইসলামকে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করার প্রস্তাব পেশ করেন। তখন গোপন ব্যালটের মাধ্যমে ১০ জন ভোটার অংশ গ্রহন করেন। উক্ত নির্বাচনে সভাপতি পদে চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী পেয়েছেন ৭ ভোট এবং সুখেন্দু রায় বাবুল ৩ ভোট। পরে চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরীকে সভাপতি ঘোষনা করে ফলাফলা প্রকাশ করা হয়। উলেখ্য এ নিয়ে উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী ৩য় বার সভাপতি নির্বাচিত হয়েছেন।