নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে ভিজিএফ’র চাল বিতরণ
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ পৌরসভায় ৩ হাজার ৮১ জন হতদরিদ্র দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রবিবার সকালে নবীগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ- ১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের এমপি এমএ মুনিম চৌধুরী বাবু। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী,প্রাক্তন ইউপি চেয়ারম্যান আব্দুর রউপ,পৌরসভার কাউন্সিলর এটিএম সালাম, কাউন্সিলর রুহুল আমীন রফু, কাউন্সিলর মিজানুর রহমান,কাউন্সিলর যুবরাজ গোপ, কাউন্সিলর সুন্দর আলী, সংরক্ষিত কাউন্সিলর যুতিকা রানী দাশ,জাকিয়া আক্তার লাকী,পৌর সচিব নুরে আলম সিদ্দীকিসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। মাথা পিছু ১০ কেজি করে ৩ হাজার ৮১ জন ভিজিএফ কার্ড সুবিধাভোগীদের মাঝে ৩০ হাজার ৮শত ১০ কেজি চাল বিতরণ করা হবে। এরমধ্যে রবিবার পৌর এলাকার ৯টি ওয়ার্ডের মধ্যে ৪টি ওয়ার্ডে ১ হাজার ৩ শত ৬৮ জনের মাঝে চাল বিতরণ করাহয়েছে। সোমবার সকালে বাকী ৫টি ওয়ার্ডে ১ হাজার ৭শত ১৩ জনের মধ্যে এ চাল বিতরণ করা হবে বলে সংশি¬ষ্ট সুত্রে জানাগেছে। ভিজিএফ’র চাল বিতরণ উদ্বোধনী কালে এমপি মুনিম চৌধুরী বাবু বলেন,জননেত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহা ও শারদীয় দুর্গা উৎসবে হত দারিদ্রদের মাঝে যে হারে ভিজিএফ’র আওতায় এনে চাল বিতরণ করছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে।