মুক্তিয্দ্ধো প্রজন্মলীগ সিলেট মহানগর শাখার কর্মি সমাবেশ ও যোগদান অনুষ্ঠান
বাংলাদেশ আওয়ামী মুক্তিয্দ্ধো প্রজন্মলীগ সিলেট মহানগর শাখার উদ্যোগে কর্মি সমাবেশ ও যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৩ শে সেপ্টেম্বর সন্ধায় নগরীর টুলটিকর মিরাপাড়ায় এ অনূষ্টান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও জেলা জজকোর্টের অতিরিক্ত পি.পি মো:শামসুল ইসলাম। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সিলেট মহানগর শাখার সভাপতি এস.এম.আলী হোসেন । মামুন আহমদের পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো: শাহজাহান , জাবেদ আহমদ সাধারন সম্পাদক ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ , সিলেট জেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সভাপতি মো : আতাউর রহমান , প্রবাসী নেতা রিপন আহমদ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মুহিবুর রহমান লাভলু ,সাধারন সম্পাদক শাকিল আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.বাপ্পি চৌধুরী, শামিম আহমদ। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এড. আলা উদ্দিন ,মো ; আমিরুল , সামছুন নুর তালুকদার , হাবিবুর রহমান সাদেক ,সৈয়দ আতাউর রহমান সানি , আরিফ আহমদ, মিটু দেব , আমির হুসেন , সুজন আহমদ , মুহিন খান সাবু , ইশতিয়ক আহমদ , গোলাম কিবরিয়া ,ফয়ছল আহমদ , সুমন , হৃদয় ,মাজেদ আলম ,রকি আহমেদ , রুবেল আহমেদ , জসিম , বাসিত , কুদ্দুস ,আবুল হাসান , নাসির , সুলেমান প্রমুখ। বিজ্ঞপ্তি