জকিগঞ্জে ১৫ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন
জকিগঞ্জ প্রতিনিধি: শিক্ষক আব্দুল করিম হত্যার বিচারের দাবীতে ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জকিগঞ্জে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপজেলা জুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। জকিগঞ্জ সরকারি কলেজ থেকে শুরু করে জকিগঞ্জ পৌর শহর হয়ে পূর্ব দিকে শরীফগঞ্জ বাজার পর্যন্ত দীর্ঘ প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত রাস্তার এক পাশে মানববন্ধন বিস্তৃত ছিল। এ ছাড়া উপজেলার প্রায় শতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে একই দাবীতে একই সময়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শিক্ষক করিম হত্যার প্রতিবাদী মঞ্চের সভাপতি কুতুব উদ্দিন জানান, উপজেলা সদরের মানববন্ধনে জকিগঞ্জ সরকারি কলেজ, জকিগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা, জকিগঞ্জ গার্লস হাই স্কুল, আইডিয়াল কেজি স্কুল, ভরণমডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেয়। উল্লেখ্য গত ৮ জুলাই নিজ বাড়ীতে ঘুমন্ত অবস্থায় আপন ভাই পুলিশের এসআই আব্দুস শাকুরসহ ভাইয়েরা সম্পত্তির লোভে উপজেলার ঘেছুয়া গ্রামের মুজম্মিল আলীর পুত্র সুনামগঞ্জের জগন্নাৎপুরের স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল করিমকে হত্যা করেন।