এম. ইলিয়াস আলীকে গুম নামক কারাগার থেকে মুক্ত করতে বালাগঞ্জে বিএনপির অঙ্গিকার
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জে বিএনপিতে সকল মতভেদ ভুলে ঐক্যের শপথ গ্রহন করা হয়েছে। সোমবার বিকেলে বালাগঞ্জ সদরস্থ দলীয় কার্য্যলয়ে উপজেলা বিএনপির কর্মীসভায় এ শপথ নেয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। উপজেলা শাখার আহবায়ক মো. গেদাই মিয়া’র সভাপতিতে অনুষ্টিত এ সভা পরিচালনা করেন শাখার আহবায়ক কমিটির প্রথম সদস্য ও সাবেক সভাপতি কামরুল হুদা জায়গীরদার। এতে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় অতীতের সকল ভেদাভেদ ভুলে আগামীতে দলের জেলা ও কেন্দ্র ঘোষিত সরকার বিরোধী আন্দোলন ও কেন্দ্রিয় নেতা নিখোঁজ এম. ইলিয়াস আলীকে গুম নামক কারাগার থেকে মুক্ত করতে বিএনপি’র পাশাপাশি সর্ব প্রকার কর্মসূচি পালন করার অঙ্গিকার করেছে সহযোগেী সংগঠনগুলোও। সভা শেষে সবুজ সিলেটের কাছে এমনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, দীর্ঘদিন পর একত্রে সভায় মিলিত হওয়া উপজেলা বিএনপির আহবায়ক মো. গেদাই মিয়া এবং কমিটির প্রথম সদস্য ও সাবেক সভাপতি কামরুল হুদা জায়গীরদার।