নবীগঞ্জে সন্ত্রাস নৈরাজের প্রতিবাদে আওয়ামীলীগের কর্মীসামাবেশ
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জামায়াত শিবির চক্রের হামলার অপচেষ্টা সন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে গতকাল শনিবার সকালে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সমুহ দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক কর্মী সমাবেশ অনুষ্টিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল। সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর পরিচালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা দেওয়ান শাহনেয়াজ মিলাদ গাজী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। বক্তব্য রাখেন, সহ-সভাপতি ইমদাদুল হক চৌধুরী, হাজ্বী আব্দুল মুহিত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল,,মোঃ মোজাহিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজভী আহমেদ খালেদ, রবীন্দ্র কুমার পাল, আওয়ামীলীগ নেতা আবুল খয়ের গোলাপ, গোলাম হোসেন, আব্দুল মালিক, দিপ্তেন্দু দাশ গুপ্ত বিধূ, আব্দুল হাকিম, সুজাত চৌধুরী, হাজ্বী মাহমুদ মিয়া, আব্দুল কাদির, বিধান ধর, হেলাল আহমদ, কাজী কাজল মিয়া, হারুন মিয়া, মোঃ সুজন মিয়া, ফরহাদ আহমেদ ফাঠান, মুজিবুর রহমান,কামাল হাসান চৌধুরী, গৌতম কুমার দাশ, আমিনুল হক, মোশারফ হোসেন, ওহি চৌধুরী, আফরোজ চৌধুরী, কৃষকলীগ সভাপতি শেখ শাহনুর আলম ছানু, ফারুক মিয়া, আফজল হুসেন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আনসার মিয়া, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সুমন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, ইকবাল হোসেন, মাজহারুল ইসলাম অপু, ছাত্রলীগ নেতা দিপংকর ভট্টাচার্য্য দেবুল, শেখ আবুল হাসান, তুহিন চৌধুরী, আবু সালেহ জীবন, মহিনুর রহমান ওহি, আলমগীর হোসেন, সাইদুর রহমান প্রমূখ। সমাবেশে বক্তাগণ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে হামলার অপচেষ্টার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, একাত্তরের মানবতার শত্র“ জামায়াত শিবিরের অপরানীতি প্রতিহতের জন্যে দেশবাসীর প্রতি আহবান জানানো হয়। কর্মী সমাবেশে আজ রবিবার বিকাল ৩ ঘটিকায় নবীগঞ্জ নতুন বাজার মোড় আব্দুল মতিন স্কয়ারে অনুষ্ঠিত জন সমাবেশকে সফল করে তুলতে আওয়ামীলীগ তথা স্বাধীনতার সপক্ষের সকলকে আহবান জানানো হয়।