ছয় বছর পর ঢাকার মঞ্চে গোলাপজান

Golapjan-4সুরমা টাইমস বিনোদনঃ নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মানের ১৩তম প্রয়াণ ও ৬১তম জন্ম দিবস উপলক্ষে থিয়েটার আর্ট ইউনিট আয়োজন করছে ‘এস এম সোলায়মান স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানের। স্মারক বক্তৃতা করবেন ড. মোহাম্মদ বারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন ড. ইনামুল হক এবং আলোচক হিসেবে উপস্থিত থাকবেন তরুণ নাট্যজন আমিনুর রহমান মুকুল।

একই অনুষ্ঠানে থিয়েটার আর্ট ইউনিট প্রবর্তিত এস এম সোলায়মান প্রণোদনা পুরস্কার প্রদান করা হবে। এ বছর প্রণোদনা স্মারক গ্রহণ করবেন প্রতিভাবান ও সৃজনশীল তরুণ নাট্যকর্মী ড. সামিনা লুৎফা নিত্রা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আগামী ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় শুরু হবে অনুষ্ঠান। ৬টা ৩০ মিনিটে প্রদান করা হবে ‘এস এম সোলায়মান প্রণোদনা ২০১৪’।
সন্ধ্যা ৭টায় থাকবে এস এম সোলায়মানের নাট্যরুপ ও নির্দেশিত নাটক ‘গোলাপজান’। নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া রফিক বেবী। দীর্ঘ ছয় বছর পর ঢাকার মঞ্চে প্রদর্শিত হবে এস এম সোলায়মানের অনবদ্য সৃষ্টি গোলাপজান নাটকটি।