শ্রীমঙ্গলে শিশু নির্যাতন রোধ ও সুরক্ষায় সাংবাদিকদের নিয়ে কর্মশালা
মধু চৌবে,শ্রীমঙ্গল থেকেঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশুদের যৌণ নির্যাতন ও শোষণের হাত থেকে প্রতিরক্ষা ও পূর্ণবাসন ব্যবস্থার উন্নয়নের লক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছে শ্রীমঙ্গল ফাউন্ডেশন।
ব্রেকিংদা সাইলেন্সের বাস্তবায়নে শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে গত বুধবার সন্ধ্যায় এ মতবিনিময় সভায় প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরীর সভাপতিত্বে বক্তব্যদেন শ্রীমঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাহেরা খানম, সাংবাদিক সৈয়দ মোহাম্মদ আলী, সাংবাদিক আহমদ ফারুক মিল্লাদ, সাংবাদিক বিকুল চক্রবর্ত্তী ও সাংবাদিক ইসমাইল মাহমুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবানা বেগম। সভায় শ্রীমঙ্গল ফাউন্ডেশন ও সাংবাদিকদের বক্তব্যে উঠে আসে বর্তমান সময়ে শিশুরাই বেশি ঝুকিতে রয়েছে। একশ্রেণীর নরপিচাশেরা কোমলমতি শিশুদের আদরের ভঙ্গিমায় তাদের যৌন চাহিদা মেটায়। অনেক ক্ষেত্রে তারা তাদের উপর বড় রকম শাররীক নির্যাতনও চালায়। এ বিষয়টি মাথায় রেখে অভিবাবক ও সচেতন মহলকে আগামী দিনের ভবিষত এই শিশুদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। এর আগে শ্রীমঙ্গল ফাউন্ডেশন শ্রীমঙ্গল থানা প্রশাসনকে নিয়ে একই বিষয়ে আরো একটি মতবিনিময় সভা করে।