ঈদে গোলাম মাওলা রনির লেখা নাটক ‘রাজমহলের লেখক’
সুরমা টাইমস বিনোদনঃএবার নাটক লিখলেন হালের আলোচিত কলামিস্ট, লেখক ও সাবেক সাংসদ গোলাম মাওলা রনি। এটিএন বাংলায় ঈদ উল আযহার বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে তাঁর লেখা নাটক ‘রাজমহলের লেখক’। নাটকটি পরিচালনা করেছেন সবুর খান। নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, নাদিয়া, অহনা, আল মনসুর, তারিক স্বপন, ফাহমিদা, নূপুর, শান্তা প্রমুখ।
নাটকের কাহিনী আবর্তীত রাজমহলের লেখক রায়হান সাহেবকে নিয়ে। আর রায়হান সাহেবের চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান। নাটকে দেখা যাবে লেখক রায়হান সাহেবের দিনকাল ভালই কাটছিল। লেখালেখিতে অল্প সময়ের মধ্যে বেশ নাম করে ফেলেছেন তিনি। নতুন উপন্যাস রাজমহল পাঠক সমাজে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। এক বিকেলে ফুরফুরে মেজাজে উনি রিক্সা করে বাসায় ফেরার পথে অভিনব ছিনতাই দলের কবলে পড়েন। কথার জালে মুগ্ধ করে রায়হান সাহেবের সব কিছু তারা কেড়ে নেয়। এর পর থেকেই তাঁর মনোজগতে বিরাট পরিবর্তন দেখা দেয়। স্ত্রী সাহানার সব কিছুই তাঁর অসহ্য লাগে, এই সুযোগে তাঁর খুব কাছে চলে আসে রাজমহল উপন্যাসের একজন ভক্ত পাঠিকা অরুনা। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।