হরতালের সমর্থনে জামায়াতের ঝঁটিকা মিছিল : ২০ রাউন্ড গুলি, আটক ২
সুরমা টাইমস রিপোর্টঃ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জাময়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর রায় প্রত্যাখ্যান করে জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতালের সমর্থনে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় ঝঁটিকা মিছিল করা হয়েছে। স্থানীয় জামায়াত নেতা ওবায়দুল হক শামীম, মাওলানা আলী হায়দার ও শাবিপ্রবি শিবির সভাপতি ইসমাইলের নেতৃত্বে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিছিলটি বের করা হয়।
একপর্যায়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিলটি নিয়ে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল রোডের দিকে পালিয়ে যায়।
মিছিল শেষ হওয়ার প্রায় ১০ মিনিট পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে রাগীব-রাবেয়া মেডিকেল রোডের দিকে এলোপাতাড়ি ২০ রাউন্ড ফাঁকা গুলি ও ৫টি টিয়ার শেল নিক্ষেপ করে। এসময় দু’জনকে আটক করা হয়। তবে আটককৃতরা পথচারী বলে তারা দাবি করেছে। আটককৃতদের মধ্যে রায়হান নামের একজন সিলেট মদন মোহন কলেজের ছাত্র বলে জানা গেছে। অন্যজনের নাম জানা যায়নি।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রহমতউল্লাহ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ রোডের সকল বাসা-বাড়িতে তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছেন।