সন্ত্রাসীদের গুলিতে দক্ষিণ আফ্রিকায় কাইঘাটের যুবক নিহত
সুরমা টাইমস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় কালো সন্ত্রাসীদের গুলিতে কানাইঘাটের ১নং লক্ষীপ্রসাদ ইউনিয়নের বাল্লুক মারা গ্রামের যুবক ও মহানগর শিবিরের সেক্রেটারী মাশুক আহমদ এর ছোট ভাই মুজিবুর রহমান (২৭) নিহত হয়েছেন। গত সোমবার দক্ষিণ আফ্রিকার কেপডাউন শহরে স্থানীয় সময় রাত ১১ টার সময় সন্ত্রাসীদের গুলিতে মুজিব মারা যান। মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মুজিবের ভাই মাশুক আহমদ।
জানা যায়, মুজিব দু‘বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান । দক্ষিণ আফ্রিকার কেপডাউন শহরে নিজের একটি ছোট ব্যবসা প্রতিষ্টানও করেন মুজিব। সোমবার স্থানীয় সময় রাত ১১টায় কালো সন্ত্রাসীরা তার দোকানের মালামাল লুট করতে আসে। তখন তাদেরর ছোড়া গুলিতে তিনি ঘটনাস্থলে মারা যান। বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।
নিহত মুজিব কানাইঘাটের বাল্লূক মারা গ্রামের মো. শামছুদ্দিনের ছোট ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। তিনি সিলেট সরকারী আলীয়া মাদ্রাসার ছাত্র ছিলেন । এদিকে, নিহতের পরিবারে চলছে শোকের মাতম।