এবারও সিলেট বিভাগের সর্বোচ্চ করদাতা হলেন জামিল ইকবাল
সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, এন আর বি ব্যাংক লিঃ এর পরিচালক মোঃ জামিল ইকবাল টানা ৭ম বারের মতো সিলেট বিভাগের সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন। গতকাল ১৫ই সেপ্টেম্বর জাতীয় আয় করদিবসের অনুষ্ঠানে এই ব্যবসায়ীর হাতে রাষ্ট্রীয় সম্মাননা ও ক্রেস্ট তুলে দেয়া হয়। মোঃ জামিল ইকবাল ২০০৭-০৮ অর্থবছর থেকে প্রতিবছর বিভাগের সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়ে আসছেন। বিগত দু’ দশকের ও বেশী সময় ধরে সুনাম ও সুখ্যাতির সহিত সিলেট তথা সারাদেশে মোঃ জামিল ইকবাল ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি জামিল ইকবাল লিঃ এর চেয়ারম্যান। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের একজন পৃষ্ঠপোষক। তারঁ পিতা মরহুম আলহাজ্ব আশহাক আহমেদও সিলেটের একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। তাদেঁর গ্রামের বাড়ী বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আকাখাজনা বড়বাড়ীতে। বর্তমানে তিনি নগরীর বোরহানবাগ, শিবগঞ্জ এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। এদিকে টানা ৭ম বারের মত সিলেট বিভাগের সর্বোচ্চ করদাতা নির্বাচিত করায় তিনি এক বিবৃতিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি