উইমেন্স বিজনেস ফোরামের প্রযুক্তি বিষয়ক কর্মশালা
নারী উদ্যোক্তাদেরকে ব্যাবসায়িক জ্ঞানের পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে
তথ্যপ্রযুক্তির এই যুগে তথ্য প্রযুক্তি সম্পর্কে সঠিক ধারনা না থাকলে যুগের সাথে তাল মিলিয়ে চলা সম্ভব নয়। আমাদের নারী উদ্যোক্তাদেরকে সফলতা অর্জনের জন্য ব্যবসায়িক জ্ঞানের পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে আউটসোর্সিং এর মাধ্যমে মহিলারা ঘরে বসেই উপার্জন করতে পারবে। উইমেন্স বিজনেস ফোরামের উদ্যোগে মহিলা উদ্যোক্তাদের মোবাইল ভিত্তিক ই-কমার্স ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক কর্মশালায় বক্তারা একথা বলেন।
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সেমিনার রুমে বাংলালিংক, ইউকেশ, দি এশিয়ান ফাউন্ডেশন এর সহযোগিতায় গতকাল মঙ্গলবার মহিলা উদ্যোক্তাদের মোবাইল ভিত্তিক ই-কমার্স ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়। উইমেন্স বিজনেস ফোরাম সিলেট-এর প্রেসিডেন্ট স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাষ্টির সাবেক পরিচালক লায়েছ উদ্দিন, ইডেন গার্ডেন কলেজের পরিচালক সামিয়া বেগম চৌধুরী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলালিংক এর রিজিওনাল এসএমই ম্যানেজার এসএম জাহিদ কায়ছার, ট্রেইনার খন্দকার তাইমুর হাসান, ইউকেশ প্রতিনিধি মেহেদি জোয়ার্দার।
সভাপতির বক্তব্যে উইমেন্স বিজনেস ফোরাম এর প্রেসিডেন্ট স্বর্ণলতা রায় বলেন, নারীদের পেছনে রেখে কোন সমাজ এগিয়ে যেতে পারে না। যে সমাজে নারীরা পুরুষের পাশাপাশি কাজ করতে পারে সেই সমাজ দ্রুত উন্নতি লাভ করে। নারীদেরকে তাদের নিজের প্রচেষ্টায় কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। নিজের প্রাপ্য অধিকার আদায়ে সোচ্চার হতে হবে। বিজ্ঞপ্তি