ছাতকে চাঁদাবাজি বন্ধে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকের জালালপুর-লামারসুলগঞ্জ মরহুম আবুল খয়ের সড়কে অটোটেম্পু-অটোরিক্সা শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট গতকাল মঙ্গলবার বিকেলে স্থগিত ঘোষনা করা হয়েছে। টানা ধর্মঘটের চারদিন পর পরিবহন শ্রমিকরা এ ঘোষনা দেয়। দুপুরে এক সিএনজি চালককে পালপুর পয়েন্টে মারধর করা হয়। এঘটনায় পালপুর গ্রামের কতিপয় ব্যক্তির বিরুদ্ধে শ্রমিকরা উত্তেজিত হয়ে পালপুর পয়েন্টে অবস্থান নেয়। এ সময় পরিবহন শ্রমিক ও গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পুলিশ ঘটনাস্থলে পৌছে। এ সময় পুলিশ ও স্থানীয় মুরব্বিদের ঘটনার নিষ্পত্তির আশ্বাসে ধর্মঘট স্থগিত করা হয়। স্থানীয় মুরব্বিদের মধ্যে উপস্থিত ছিলেন, আফরোজ মিয়া, নুর মিয়া, মস্তান মেম্বার, রইছ আলী মেম্বার, আব্দুল হদিস, জমির উদ্দিন, জয়নাল আবেদীন মেম্বার, শ্রমিক নেতা আফতাব উদ্দিন, আমিনুর রহমান তালুকদার, আব্দুল আউয়াল, আব্দুল মতিন, রাকিবুল ইসলাম, স্বাচ্চু বিশ্বাস, আব্দুল খালিক, বাবুল মিয়া, আবুল লেইছসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, শনিবার সকালে দোলারবাজার থেকে গোবিন্দগঞ্জে আসার পথে মুক্তারপুর গ্রামের আব্দুর রউফের পুত্র সিএনজি চালক আনোয়ার হোসেনকে যাত্রী উঠানোর অভিযোগে পালপুর লেগুনা ষ্ট্যান্ডে মারধরের ঘটনায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় শ্রমিকরা।