ছাতক ডিগ্রি কলেজে রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ
ছাতক প্রতিনিধি: ছাতক ডিগ্রী কলেজ ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকা- নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। শনিবার দুপুের অধ্যক্ষের কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষক মন্ডলী সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় এ ঘোষনা দেয়া হয়। কলেজ অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশের স্বার্থে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক বছরের জন্য কলেজে মিছিল-মিটিং, সভা-সমাবেশ ও বহিরাগতদের অনুপ্রবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মকান্ড সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এ সময় ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের পক্ষে উপস্থিত ছিলেন রিয়াদ চৌধুরী, হোসাইন আহমদ তালুকদার, সাচ্চা আবেদীন, আব্দুল হক, আব্দুল কাদির, কামরুল হাসান সবুজ, কামরুল হাসান রোকন, আশরাফ মিয়া, সালমান আহমদ, জাহাঙ্গীর আলম তারেক। এছাড়া বিগত ১৪ সেপ্টেম্বর স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে দুপুরে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে অধ্যক্ষ মইন উদ্দিন আহমদের অপর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ আগের দিনের সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং কলেজ কর্তৃপক্ষকে এ ব্যাপারে তাদের স্বতঃস্ফুর্ত ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরী, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এড্ সুফি আলম সুহেল, পৌর যুবদলের সভাপতি কাউন্সিলার জসীম উদ্দিন সুমেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল বারী চপল।