বিশ্বনাথে আওয়ামী লীগের ৩৭ নেতার পদত্যাগ প্রত্যাহার
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ৩৭ নেতার পদত্যাগ পত্র প্রত্যাহার করা হয়েছে। বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সংকট নিরসনে সিলেট জেলা আওয়ামীলীগ গঠিত কমিটি শনিবার রাতে উপজেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগে ইচ্ছা প্রকাশকারী নেতৃবৃন্দের সাথে এবং উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে পৃথক পৃথক সভায় মিলিত হন।
সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিকের নেতৃত্বে গঠিত কমিটির অন্য দু’ সদস্য সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মোশাহিদ আলী ও আইন সম্পাদক এডভোকেট মইনুল ইসলাম শনিবার রাত ৮টায় বিশ্বনাথে আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে প্রায় চার ঘন্টা বৈঠক করেন। পৃথক দুটি সভায় সভাপতিত্ব করেন সংকট নিরসনে গঠিত তদন্ত কমিটির প্রধান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক।
সভায় সাম্প্রতিককালে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীকে জড়িয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্নকারীদের ঔদ্বত্যপূর্ণ বক্তব্যে কিছু নেতৃবৃন্দের নাম জড়িয়ে প্রকাশ করায় এর তীব্র নিন্দা জানানো হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা ফিরোজ খান পংকি, মো. ছয়ফুল হক, এ.এইচ.এম ফিরোজ আলী, ফখরুল ইসলাম মতছিন, ফারুক আহমদ, বশারত আলী বাছা, খলিলুর রহমান, পীর সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান, লিলু মিয়া, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, শেখ শহিদুল ইসলাম, জুবেদুর রহমান, মাষ্টার ফখরউদ্দিন, বিমল চন্দ্র দাস প্রমুখ।
অপর সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, আমীর আলী, নিখিল বাবু, আলতাফ হোসেন বক্তব্য রাখেন। সভায় সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক কার্যক্রম পরিচালনা এবং ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে গতিশীল করে সম্মেলন দ্রুত সম্পাদনের আহবান জানানো হয়।
প্রসঙ্গত, গত ২১ ফ্রেরুয়ারী উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির ৬৭ জন নেতার মধ্যে ৩৭ নেতাকর্মী সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের কাছে তারা পদত্যাগ পত্র জমা দেন।
পদত্যাগকারী প্রত্যাহারকারিরা হলেন-বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান টুনু মিয়া মাষ্ঠার, মো. ছয়ফুল হক, সহ-সভাপতি জবেদুর রহমান, বিমল চন্দ্র দাশ, যুগ্ন-সম্পাদক এইচ. এম. ফিরোজ আলী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ফখরউদ্দিন আহমদ, দপ্তর সম্পাদক সাজিদ আলী, কোষাধ্যক্ষ হেলাল আহমদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ মো. বাবরুছ মিয়া, তথ্য ও গবেষনা সম্পাদক আজিজুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রনজিত চন্দ ধর, শ্রম বিষয়ক সম্পাদক বসারত আলী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শানুর হোসাইন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, সাস্কৃতিক বিষয়ক সম্পাদক সমর কুমার দাশ, সহ-প্রচার সম্পাদক বসির আহমদসহ ১৭ সদস্য পদত্যগ করেন।