কোম্পানীগঞ্জের ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
গতকাল কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। স্থানীয় টুকের বাজারে হাই স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ফখরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য এডভোকেট কামাল হোসাইন ও বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী শাহাব উদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক হাজী মোঃ সিকন্দর আলী। বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোঃ সামসুদ্দিন, কৃষক দলের সভাপতি মনির উদ্দিন, বিএনপি নেতা আবু তাহের মেম্বার, তোরাব আলী, সৈয়দ আলী, রুকন মোঃ জিতু তালুকদার, নজির আহমদ, মুজিবুর রহমান মিন্টু, বিএনপি নেতা মইনুদ্দিন মেম্বার, কৃষক দলের সেক্রেটারী আলী আহমদ, উপজেলা যুবদল সভাপতি আলী আকবর, যুবদল নেতা শফিক আহমদ, উপজেলা যুবদদল নেতা খোকন রঞ্জন দে, মোজাম্মেলন, সুলেমান তালুকদার, দুদু মিয়া, সেচ্ছা সেবক দলের সভাপতি সুজন আহমদ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বতুল্লা, তাতী দলের সাধারণ সম্পাদক আজির উদ্দিন, উপজেলা শ্রমিদ দলের আহবায়ক লাল মিয়া, সাধারণ সম্পাদক মাসুক আহমদ হৃদয়, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক সামসুদ্দিন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, উত্তর রণীখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক ফিরুজ মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহ জাহান, দক্ষিণ রণীখাই ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুদ্দিন শাহিন, সেক্রেটারী কয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, তেলিখাল ইউনিয়ন বিএনপির সভাপতি এড মকদ্দছ আলী, সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন শিহাব, সাংগঠনিক সম্পাদক নছিম উদ্দিন, ইছাকলস ইউনিয়ন বিএনপির সভাপতি আশিক আহমদ, সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কুদ্দুছ মেম্বার, ছাত্রদল নেতা আবুল ফজল নোমান, শহিদ তালুকদার, সোহেল রানা, জাকির আহমদ, সোহেল আহমদ, রনি।
পশ্চিম ইসলামপুর ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলারবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি দোলা মিয়া দোলাল, সাধারণ সম্পাদক এখলাছ মেম্বার, সাংগঠনিক সম্পাদক ইকবল হোসেন নির্বাচিত করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শওকত আলী বাবুল, হাজী কামাল উদ্দিন, হাজী ওমর আলী, হাজী মনাফ, ফিরুজ মেম্বার ডা, নুরুল আলম, বজলু মিয়া, আব্দুল মুছব্বির, রমজান আলী, জামাল আহমদ, একরাম আলী, মানিক মিয়া ময়না, দুলা মিয়া, রজন মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এম. ইলিয়াস আলী সন্ধানের দাবিতে গড়ে উঠা আন্দোলন ও খালেদা জিয়ার নেতৃতৃত্বে চলমান সরকার বিরোধী আন্দোলন এডভোকেট জামানের সক্রিয় অংশগ্রহণ এ সরকারের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই জামানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের ও চার্জশিট প্রদান করা হচ্ছে। তারা আরও বলেন, এসব মামলা দ্রুত প্রত্যাহার না করলে গণআন্দোলনের ডাক দেওয়া হবে। বিজ্ঞপ্তি