খেলাফত মজলিস শাহপরান থানা শাখার নির্বাহী বৈঠক অনুষ্ঠিত
বিচার বিভাগ ও গণমাধ্যমের উপর হস্তক্ষেপ মেনে নেয়া যায় না
—————— অধ্যক্ষ আব্দুল হান্নান
অসহায় বঞ্চিত মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছে বিচার বিভাগ। বিচারপতিদের অপসারণের ক্ষমতা কোন ক্ষমতাসীন রাজনৈতিক দলের হাতে ন্যাস্ত হলে দেশে ন্যায় বিচারও আইনের শাসন বলতে কিছুই থাকবেনা। স্বাধীন গণমাধ্যমের কন্ঠরোধ করার ও অপপ্রয়াস চলছে, কোন অবস্থাতেই বিচার বিভাগ ও গণমাধ্যমের উপর হস্তক্ষেপ মেনে নেয়া যাবেনা।
গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় খেলাফত মজলিস হযরত শাহপরান (র.) থানা শাখার নির্বাহী বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দান কালে উপরুক্ত কথাগুলো বলেন মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান। শাখা সভাপতি মাওলানা ওলীউর রহমানের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাস্টার ফারুক মিয়ার পরিচালনায় উক্ত বৈঠকে থানা শাখার সার্বিক কার্যক্রমের উপর পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহপরান থানা শাখার সাংগঠনিক সম্পাদক আনওয়ারুল হক সুফিয়ান, প্রচার সম্পাদক তাওফিকুল ইসলাম ছাবির, অফিস সম্পাদক মাওলানা রশিদ আহমদ, খাদিম পাড়া ইউনিয়ন সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান প্রমুখ।