ওসমানীতে সোনাসহ আটক প্রবাসীকে জেল হাজতে প্রেরণ
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সোনাসহ আটক দুবাই প্রবাসী জয়নাল আবেদীনকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। গতকাল রোববার তাকে আদালতে হাজির করা হলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ সময় পুলিশ তাকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানায়।
গত শনিবার ১৮ পিস (২ কেজি ১শ’ গ্রাম) সোনাসহ দুবাই প্রবাসী জয়নাল আবেদীনকে আটক করে বিমান বন্দর কাস্টমস। পরে তাকে আসামী করে বিমানবন্দর থানায় মামলা দায়ের করে এয়ারপোর্ট কাস্টমস। গতকাল বিমানবন্দর থানা পুলিশ জয়নাল আবেদীনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানায়। আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন এবং রিমান্ডের ওপর শুনানীর তারিখ পরবর্তীতে ধার্য্য করেন।
উল্লেখ্য, জয়নাল আবেদীন সাবানের প্যাকেটের ভিতরে ১৮ পিস সোনা, ১৭ পিস সামস্যাং গ্যালাক্সি, মোবাইল ফোন সেট, ৪১৪ পিস মেমোরি কার্ডসহ প্রায় ৭৭ লাখ টাকা মূল্যের মালামালসহ আটক হয় ওসমানী বিমানবন্দর কাস্টমসের হাতে।