বালাগঞ্জে ৩দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন
বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জে ৩দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা’র উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বালাগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর সম্প্রসারনের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলার প্রধান অতিথি হিসেবে আনুষ্টানিক উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। এ উপলক্ষে উপজেলা সদরস্থ এমএ খান অডিটোরিয়াম প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুর রহমান। হাবিবুর রহমান ও নয়ন তালুকদারের যৌথ পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সিলেট কৃষি অধিদপ্তরের উপপরিচালক মো. খায়রুল বাশার, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদাল মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আজগর, বালাগঞ্জ বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো. আনহার মিয়া, বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান এমএ মতিন, জাপা নেতা সুফি মাহমুদ, সিলেট কেন্দ্রীয সমবায় ব্যাংকের পরিচালক মো. জুনেদ মিয়া, আদর্শ নার্সারীর রবীন্দ্র কুমার ধর। হাফিজ সাদেক আহমদের কোরআন তেলাওয়াত ও উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার’র স্বাগত বক্তব্যে অনুষ্টিত উদ্বোধনী অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান, ম্যাজিষ্ট্রেট শহীদুল ইসলাম, ম্যাজিষ্ট্রেট অমিত চক্রবর্ত্তী, বালাগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেফা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) মোহাম্মদ কামাল হোসেন, বালাগঞ্জ থানার ওসি অকিল উদ্দিন আহমদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সদাকত আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, সমাজসেবী ময়নুল আজাদ ফারুক, আছলম খান, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত দাস ভুলন, গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি জিল্লুর রহমান জিলু, কুশিযারা কুলের প্রকাশক হুসাইন আহমদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক, শিক্ষার্থী বৃন্দ। অনুষ্টানে সিলেটের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম দুটি ফলজ বৃক্ষ রোপন করেন এবং বালাগঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিষ্টান ও শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরন করেন।