বিয়ানীবাজারে ভাড়া নিয়ে বাকবিতন্ডায় অটোরিকশাচালক খুন : আটক ৫
সুরমা টাইমস ডেস্কঃ বিয়ানীবাজারে এক সিএনজি অটোরিকশাচালক ভাড়া নিয়ে বাকবিতন্ডায় যাত্রীদের হাতে খুন হয়েছেন । তার নাম হযরত আলী (৩৫)। নিহত হযরত আলী সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের আবদুস শহীদের ছেলে। তিনি সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে বসবাস করতেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাথিউরা গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই এ ঘটনায় বিয়ানীবাজার থানা পুলিশ ৫ জনকে আটক করেছে।
নিহতের খালাত ভাই আবদুল হামিদ জানান, হযরত আলী রোববার রাতে কয়েকজন যাত্রী নিয়ে বিয়ানীবাজারের মাথিউড়া যান। রাত সাড়ে ১০টায় মাথিউড়া পৌঁছে ওই যাত্রীরা হযরত আলীর সঙ্গে ভাড়া নিয়ে কথাকাটাকাটি করে। একপর্যায়ে যাত্রীরা তাকে বেধড়ক মারধর করে এতে হযরত আলী গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।’