সাপ্তাহিক কুশিয়ারার কূল পত্রিকার উদ্যোগে বৃক্ষ রোপন
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জে সাপ্তাহিক কুশিয়ারার কূল পত্রিকার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। গত রবিবার দুপুর ২টায় বালাগঞ্জ উপজেলা পোস্ট অফিস প্রাঙ্গনে একটি ফলজ গাছের চারা রোপনের মধ্য দিয়ে এই কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয় । বৃক্ষ রোপন শেষে সাপ্তাহিক কুশিয়রার কূল পত্রিকার অফিসে পত্রিকার প্রকাশক হুসাইন আহমদ এর সভাপতিত্বে ও সহযোগী সম্পাদক মো. আবুল হোসেন ইমন এর পরিচালনায় “গাছ পরিবেশের বন্ধু” শীর্ষক আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক রজত দাস ভুলন, প্রধান আলোচকের বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পোস্ট অফিসের ভারপ্রাপ্ত পোস্ট মাস্টার সৈয়দ মাহবুব আলী, সাঙবাদিক এমএফ আলী ফয়েজ, এসএম হেলাল। এ সময় অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী দীপংকর ধর, লুৎফর রহমান, রিপন দাস, পিকলু দেবনাথ প্রমূখ।