কানাইঘাটে পিতৃহীন এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা
৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের
কানাইঘাট প্রতিনিধি ঃ কানাইঘাট পৌরসভার ধনপুর গ্রামের পিতৃহীন এক দরিদ্র পরিবারের কিশোরী মেয়েকে জোরপূর্বক ভাবে ধর্ষণের চেষ্টার অভিযোগে কানাইঘাট থানায় ৬ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা অভিযোগে জানা যায়, গত রবিবার রাত আনুমানিক ৯টার সময় ধনপুর গ্রামের মৃত ইরফান আলীর বসত ঘরে ঢুকে একটি কক্ষে ছোট ভাই ও বোনকে নিয়ে ঘুমন্ত অবস্থায় তার ১৬ বছরের কিশোরী মেয়েকে একই গ্রামের আব্দুর রহিমের পুত্র হজুল হাসান (২২), মৃত মতছিন আলীর পুত্র জাকারিয়া (৩০) জোরপূর্বক ভাবে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে তারা মেয়েটিকে মারধর ও পরনের জামা-কাপড় ছিড়ে ফেলে ধর্ষণ করতে চাইলে মেয়েটির আর্তচিৎকারে গ্রামের আশপাশের লোকজন এগিয়ে এসে ধর্ষনের চেষ্টাকারী হজুল হাসান (২২) কে আটক করেন। এ সময় তার সহযোগী জাকারিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। এক পর্যায়ে ধৃতকে থানায় সোপর্দের প্রস্তুতি নেয়া হলে ধর্ষনের চেষ্টাকারী হজুল হাসানের সহযোগী একই গ্রামের মৃত ইরফান আলীর পুত্র আব্দুল্লাহ (৩৫), শফিক মহুরীর ছেলে রোমান আহমদ (২৫), মৃত ইরফান আলীর ছেলে আব্দুল হাসিম (৩০), আব্দুর রহিমের পুত্র আবুল (২৩) গংরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ঐ কিশোরীর বাড়ীতে চড়াও হয়ে স্থানীয় লোকজনের হাতে আটক হজুল হাসানকে জোরপূর্বক ভাবে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর থেকে অসহায় পরিবারের এতিম এ মেয়েটি থানায় যাতে করে মামলা মোকদ্দমা করতে না পারে সেজন্য ধর্ষণের চেষ্টাকারী ও তাদের সহযোগীরা প্রাণনাশের হুমকি দিয়া আসছিল। এক পর্যায়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় নির্যাতিতা এ কিশোরী মেয়েটি বাদী হয়ে কানাইঘাট থানায় উল্লেখিত ৬ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী বিষয়টি তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯(৪)(খ)/৩০সহ বিভিন্ন ধারায় মামলাটি এফআইর করেন। থানার মামলা নং-১২, তাং-১৪/০৮/১৪ইং। এদিকে মামলার আসামীদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন জানিয়েছেন।