ছাতকে চাষীদের মধ্যে লিচু ও কাঁঠালের চারা বিতরন
ছাতক প্রতিনিধিঃ ছাতকে চাষীদের মধ্যে লিচু ও কাঠালের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চাষীদের মধ্যে লিচু ও কাঁঠাল গাছের চারা বিতরনী করা হয়। উপজেলা নির্বাহী অফিসার’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক-দোয়ারা বাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ভাইস চেয়াম্যান আবু সাদত লাহিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানা, নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল। বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) গোলাম মাইন উদ্দিন হাসান, উপজেলা আ.লীগের আহবায়ক লুৎফুর রহমান সরকুম, ওসি শাহজালাল মুন্সি, আ.লীগ নেতা সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া প্রমূখ। সভা শেষে লিচু চাষীদের মধ্যে ৮০টি উন্নতজাতের লিচু গাছের চারা ও ২শ’ কাঠাল গাছের চারা বিতরন করা হয়। সভা শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মাসিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। জেলা প্রশাসক সুনামগঞ্জে যোগদানের পর বৃহস্পতিবার ছাতকে প্রথম এসেছেন। তিনি সকালে ছাতক থানা ও চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। দুপুরে অধ্যক্ষ ও শিক্ষকদের নিয়ে উপজেলা কনফারেন্স হলে আয়োজিত এক সভায় যোগদান করেন। পরে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারিদের সাথে মতবিনিময় করেন।