জেলার ১ম স্থানে শ্রীমঙ্গলের বাডস্
মধু চৌবে,শ্রীমঙ্গল থেকেঃমৌলভীবাজারে জেলার শ্রীমঙ্গলের দি বাডস্ রেসিডেন্টসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজ এইচ এস সি রের্জাল্ট এ প্রথম স্থান অর্জন করেছে। তারই সাথে সিলেট বিভাগে নবম স্থান হিসেবেও জায়গা করে নিয়েছে প্রতিষ্টানটি। শিক্ষার্থীদের পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ নিজ প্রতিষ্টানের সফলতায় খুবই আন্দদিত। তারা বলেন, এ সফলতা শুধু ছাত্রছাত্রীদের নয় আমাদেরও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষতের জন্য আমাদের প্রতিষ্টানের সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ সহ সকল কর্মকর্তা কর্মচারী নিজ নিজ দ্বায়িত্ব নিষ্টার সহিত পালন করে যাচ্ছেন।সাথে তারা শিক্ষার্থীদের অবিভাবকদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন।