জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি কলেজে নানা কর্মসূচী

সুনামগঞ্জ: ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জ সরকারি কলেজে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ১৩ আগস্ট বেলা সাড়ে ১১টায় কলেজে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রচনার বিষয়- ‘ঐতিহাসিক ছয়দফা ও শেখ মুজিব’। প্রতিযোগিতাটি সুনামগঞ্জ সরকারি কলেজের সব শিক্ষার্থীদের জন্য উন্নুক্ত থাকবে।

১৫ আগস্ট সকাল ৬টায় কলেজে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিতভাবে) করা হবে।  সকাল ৯টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে কবিতা পাঠের আসর। সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ’দিন বাদ জুম্মা সরকারি কলেজের মুসলিম ছাত্রাবাস মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এতে ‘৭৫ এর ১৫ আগস্ট নিহত হওয়া বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা ও দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হবে।

(বিজ্ঞপ্তি)