নবীন বরণকে কেন্দ্র করে ছাতকে ছাত্রীগের দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া

 ককটেল বিস্ফোরণ : ছাতকে উত্তেজনা বিরাজ করছে : পুলিশ মোতায়েন করা হয়েছে প্রায় ৫শতাধিক
মিজান ও মিলন গ্রুপ নিরব খূমিকা পালন করছে।

ছাতক প্রতিনিধিঃ ছাতকে নবীন বরণকে কেন্দ্র কলে ছাত্রলীগের দু’ গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের ঘটনায় সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে আতস্ক ছড়িয়ে পড়ে। কলেজের ছাত্র-ছাত্রীরা প্রথম ক্লাস শেষে দুপুরে কলেজ ক্যাম্পাসের মধ্যে এমপি সমর্থিত ছাত্রলীগ নিয়ন্ত্রন করছেন আওলাদ আলী রেজা, মাসুদ কামাল সুফি, টি.এম রায়হান ও পৌর মেয়র সমর্থিত ছাত্রলীগ সাবেক ছাত্রনেতা রইছ মেম্বার, বিলাল চেয়ারম্যান, মঞ্জুর আলম, রাজা মিয়া সহ ঐ দু’টি গ্র“প মেনটেন করছেন তারা। ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। নিরব ভূমিকা পালন করছে মিজান ও মিলন গ্রুপের ছাত্রদলের নেতাকর্মীরা। এবং বাংলাদেশ ছাত্রশিবির মিছিল দেওয়ার চেষ্টা করলে তা পরিস্থিতি দেখে তার নিরব ভূমিকা পালন করে। এদিকে ছাতক থানা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা মেয়রপন্ত্রী বিলাল চেয়ারম্যান বলেন, আমার নেতাকর্মীকে প্রথম মিছিল বের করলে আওলাদ আলী রেজা গ্রুপ তা প্রতিহত করার ঘোষণা দেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মাসুদ কামাল সুফি।

অপর গ্রুপের নেতা মাসুদ কামাল সুফি বলেন, আওয়ামীলীগের কয়েকটি কোটি টাকা আত্মসাৎকারী চেয়ারম্যান বিলাল মিয়ার নেতৃত্বে নবীন ছাত্র-ছাত্রীদেরকে স্বাগত জানিয়ে আমার নেতাকর্মীকে মিছিল বের করার চেষ্টা করলে বিলাল চেয়ারম্যানের নেতৃবৃত্বে মঞ্জুর হোসেন খান ১৫-২০টি ককটেল বিস্ফোরণ করেন এবং সরাসরি বন্ধুক সহ মিছিল বরে করে সারা কলেজে উত্তেজনা মূলক স্লোগ্রান দেয়। পরে আমার নেতাকর্মীকে আমি সমর্থন দেই যে, তোমরা পাল্টা আক্রমন চালাও। এখনও কলেজে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।