কানাইঘাটে বিজিবির অভিযান : টমটম গাড়িসহ ২৫ বস্তা ভারতীয় সুপারি আটক
কানাইঘাট প্রতিনিধি ঃ কানাইঘাট সুরইঘাট বিজিবি ক্যাম্পের জোয়ানরা চোরা চালান বিরোধী অভিযান চালিয়ে একটি টমটম গাড়ীসহ সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে আসা ২৫ বস্তা ভারতীয় শুকনো সুপারী আটক করেছে। আটককৃত সুপারির বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত ১টার দিকে সুরইঘাট বিজিবি ক্যাম্পের হাবিলদার মন্টুর নেতৃত্বে একদল টহলরত জোয়ান কানাইঘাট-দরবস্ত সড়কের বিষ্ণুপুর ব্রীজের পাশ থেকে উক্ত ২৫ বস্তা সুপারি ভর্তিসহ টমটম গাড়ীটি আটক করে। আটককৃত সুপারীর চালান সিলেট শহরে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এ সময় চোরা চালানের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। পরে জব্দকৃত ২৫ বস্তা সুপারি ও টমটম গাড়ীটি সুরইঘাট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে ৯৫০ কেজি সমপরিমাণ সুপারি তামাবিল কাষ্টম অফিসে জমা দিয়েছে বিজিবি। জব্দকৃত সুপারি আটকের কথা স্বীকার করেছে সুরইঘাট বিজিবি ক্যাম্প কর্তৃপক্ষ। বিভিন্ন সূত্রে জানা গেছে, বিজিবি সদস্যদের হাতে আটক উক্ত ভারতীয় সুপারীর মালিক সীমান্তবর্তী সোনাতনপুঞ্জি গ্রামের কুখ্যাত চোরাকারবারী মকবুল মিয়ার পুত্র একাধিক চোরাচালানী মামলার আসামী হারুন রশিদ এবং একই গ্রামের আহমদ মোল্লা।