এবার থামলে ভালো লাগে মাননীয় সমাজকল্যাণমন্ত্রী
অহী আলম রেজা: এবার থামলে ভালো লাগে মাননীয় সমাজকল্যাণমন্ত্রী। আপনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। জাতির সূর্য সন্তান। সম্মুখ সমরে অংশগ্রহণ করে জাতিকে শত্রুমুক্ত করেছেন। আপনার ঋণ শোধ করার ক্ষমতা আমাদেও নেই। স্বাধীনতার পর আপনার দল আওয়ামীলীগকে সংগঠিত করেছেন। মানুষ আপনাকে ভালৈাবেসে বারবার ভোট বিপ্লবে অভিষিক্ত করেছে। সংসদ সদস্য নির্বাচিত হলেও মন্ত্রী ভাগ্য এর আগে আপনার কপালে জুটেনি। ২০১৪ সালের ভোটারবিহীন নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সমাজকল্যাণ মন্ত্রী নির্বাচিত হয়েছেন। আপনার মৌলভীবাজার সহ পুরো সিলেটের মানুষ উল্লাসে মেতেছিল সেদিন। আপনার সততা, কর্মদক্ষতা, সফলতা নিয়ে আজ পর্যন্ত কারো কোন প্রশ্ন নেই।
মন্ত্রী হওয়ার পর আপনার বক্তব্যে আপনি সমালোচিত হয়েছেন। সিলেট বর্ডারগার্ড স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ধূমপান ও টাঙ্গাইলের যৌনপল্লি উচ্ছেদের বিরোধিতাকারীদের নিয়ে কটূক্তি করে আপনি সমালোচিত হয়েছেন। এ ছাড়া আইন করে সাংবাদিকদের শায়েস্তা করার কথাও বলেছেন একাধিকবার।
সর্বশেষ আদিবাসী দিবস উপলক্ষে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন আপনি। মাননীয় সমাজকল্যানমন্ত্রী সাংবাদিকদেও সাথে আপনার এ আচরণ জাতির বিবেক সাংবাদিকরা ভালোভাবে নেয়নি। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি শুধু সাংবাদিকদেরই আক্রমন করেছেন। আপনার এ আচরণে শুধু হতবাক হয়েছেন সাংবাদিকরা, লজ্জিত হয়েছেন এ অনুষ্টানে অন্যান্য অতিথিবৃন্দ।
আপনি সাংবাদিকদের ‘খবিশ’ ও ‘চরিত্রহীন’ বলে যে অঙ্গ ভঙ্গি করেছেন তা কতটুকু গ্রহণযোগ্য মাননীয় মন্ত্রী।
বক্তব্যে আপনি বলেছেন- শেখ হাসিনা আমাকে ডেকে বলেছেন হাসানুল হক ইনু ১৪ দলের নেতা, আর তুমি আওয়ামী লীগের তৃণমূল নেতা। সাংবাদিকরা যা ইচ্ছে লেখুক, তাতে কিছু যায় আসে না। তুমি চালিয়ে যাও। আপনি বলেছেন মন্ত্রীত্বের পরোয়া করেন না।
মাননীয় মন্ত্রী আপনি মন্ত্রী থাকেন আর নাই থাকেন সাংবাদিকদের এভাবে অপমান করার কোন মানে হয়না। আপনাকে সিলেট বাসী বলছেন- থামলে ভালো লাগে মাননীয় মন্ত্রী।