টিলাগড়ে ছাত্রলীগের তান্ডব : ৪০টি গাড়ি ভাংচুর
সুরমা টাইমস ডেস্কঃ নগরীর টিলাগড়ে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর নেতৃত্বে ব্যাপক তান্ডব চালানো হয়েছে। টিলাগড় এলাকায় ট্রাফিক জামে একটি কালো প্রাইভেটকারকে যাওয়ার সুযোগ না দেয়াতে এই তান্ডব চালানো হয়।
পুলিশের উপস্থিতিতে নিপু, দেবাংশু দেব মিঠু ও রাজনের নেতৃত্বে প্রায় ৪০টি সিএনজি অটোরিক্সা ভাংচুর করা হয়। এ সময় ছাত্রলীগ ক্যাডারদের হামলায় রাজু নামের এক চালক গুরুতর আহত হয়েছেন। আহত রাজুকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী ছাত্রলীগ নেতারা আওয়ামীলীগ নেতা আজাদ-রণজিত গ্রপের বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্র্যাফিক জাম থেকে শৃঙ্খলা ভেঙ্গে এগিয়ে যাওয়াকে কেন্দ্র করে অটোরিক্সা শ্রমিকদের সাথে এ ঘটনা ঘটে। টিলাগড় এলাকার গোপাল টিলা থেকে অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রলীগের ক্যাডারা ব্যাপক ভাংচুর চালায়। এ সময় পাশেই এসএমপির শাহপরান থানার কর্তব্যরত পুলিশ নিরব ভুমিকা পালন করে। জানতে চাইলে শাহপরান থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, অটোরিক্সা চালকের সাথে তর্কাতর্কির জের ধরে এ ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।