কানাইঘাটে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষে আহত ৫
নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্র শিবিরের মিছিল
কানাইঘাট প্রতিনিধিঃ একাদশ শ্রেণিতে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে কানাইঘাট ডিগ্রি কলেজ ও গাছবাড়ী আইডিয়াল কলেজে মিছিল করেছে ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্রশিবির। গতকাল বৃহস্পতিবার নবাগত শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস শেষে কানাইঘাট ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে বেলা ১২টায় প্রথমে ছাত্রলীগ (টিলাগড় গ্র“প) পরে তালতলা গ্র“প সমর্থিত ছাত্রলীগ, এরপর ছাত্রদলের বিদ্যমান দু’গ্র“প মিছিল বের করে পৌরশহরে পৃথক ছাত্র সমাবেশ করেছে। অপরদিকে ছাত্রশিবির কলেজ ক্যাম্পাস থেকে মিছিল করে মনসুরিয়া মাদ্রাসার ত্রিমোহনী পয়েন্টে সমাবেশ করে। এদিকে একদিনে গাছবাড়ী আইডিয়াল কলেজে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রলীগের দু’গ্র“প এবং ছাত্রদল ও শিবির মিছিল বের করে। এক পর্যায়ে গাছবাড়ী বাজারে বেলা ১টার সময় মিছিল দেয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে বাকবিতন্ডা ও বিচ্ছিন্ন ভাবে ইটপাটকেলের ঘটনা ঘটে। এ সময় উভয় সংগঠনের ৫ নেতাকর্মী আহত হন। পুলিশ এ সময় গাছবাড়ী বাজার থেকে ৩ ছাত্রদল নেতাকে আটক করে। এদিকে একাদশ শ্রেণিতে নবাগত শিক্ষার্থীদের নিজ নিজ সংগঠনে ভিড়ানোর জন্য ছাত্রলীগ, ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা কানাইঘাট ডিগ্রি কলেজ ক্যাম্পাসে আগ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করলে সংঘর্ষের আশংকায় কলেজ ক্যাম্পাস ও আশপাশ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এর আগে শান্তিপূর্ণ ভাবে সভাসমাবেশ করার জন্য বুধবার কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী ছাত্রলীগ ও ছাত্রদলের নেতৃবৃন্দের নিয়ে বৈঠকে বসেন।