গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা, ৪০ ফিলিস্তিনি নিহত
সুরমা টাইমস ডেস্কঃ ৭২ ঘন্টার যুদ্ধবিরতি শুরু হতে না হতেই আবারও হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, শুক্রবার থেকে গাজায় যেই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, তা শেষ। স্থল অভিযান পূনরায় শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনান্ট কর্নেল পিটার লার্নার। গাজার স্বাস্থ্য কর্মীরা বলেন, যুদ্ধবিরতি চলার মধ্যেই ইসরাইলি ট্যাংকের গোলার আঘাতে কমপক্ষে ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ খবর দিয়েছে আল-জাজিরা। হামাস ও ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার থেকে ৭২ ঘন্টার অস্ত্রবিরতিতে সম্মত হয়েছিল। স্থানীয় সময় সকাল ৮ টায় অস্ত্রবিরতি কার্যকর শুরু হয়। কিন্তু মাত্র ৩ ঘন্টার পেরোবারও আগেই স্বাস্থ্যকর্মীরা ফিলিস্তিনের দক্ষিণে নিহতদের খবর জানায়।