বিয়ের আনন্দে শোকের কান্না : দুর্ঘটনায় নিহত ১১
স্টেশন মাস্টার ও গেটম্যান বরখাস্ত
সুরমা টাইমস ডেস্কঃ বিয়ের অনুষ্ঠানের আনন্দ মিলিয়ে গেল শোকের কান্নায়। ট্রেনের সঙ্গে বরযাত্রীবাহী বাসের সংঘর্ষে ১১ জন নিহত হওয়ায় ঝিনাইদহের বারোবাজারে এখন কেবল কান্নার রোল। বিয়েবাড়ি থেকে মুছে গেছে আনন্দের সব রং। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। ঝিনাইদহ জেলা প্রশাসক শফিকুল ইসলাম জানান, ভোর পৌনে ৪টার দিকে বরযাত্রীবাহী বাসটি বারোবাজার রেলস্টেশন পার হওয়ার সময় খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। চূর্ণবিচুর্ণ বাসটিকে প্রায় ১ কিলোমিটার ঠেলে নেয়ার পর ট্রেনটি থামানো যায়।
পরে ঘটনাস্থল থেকে শিশু ও নারীসহ নয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত প্রায় অর্ধশত বরযাত্রীকে ঝিনাইদহ ও যশোরসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে মারা যান আরও দুজন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে দুর্ঘটনায় পড়া বাস ও ট্রেন সরানো না যাওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ছিল বেশ কয়েক ঘণ্টা। শাকো মোছনপুর গ্রাম থেকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শৈলকুপার ফুলহরি গ্রামে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। কোটচাঁদপুর সার্কেল এসপি জাহিদুল ইসলাম জানান, গেটম্যানের কর্তব্যের অবহলোর কারণেই এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ট্রেনের সঙ্গে বরযাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনায় স্টেশন মাস্টার ও গেটম্যানকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।