মারা গেলেন ম্যারাডোনার `অঘোষিত শত্রু’
সুরমা টাইমসঃ হুলিও গ্রন্দোনা। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান। ১৯৭৯ সালে এই সংস্থার প্রধান হন তিনি। ম্যারাডোনার সঙ্গে তার সম্পর্কটা কোনোদিনই ভালো নয়। সব চেয়ে খারাপ হয় ম্যারাডোনা দলটির কোচ থাকা অবস্থায়। সেই থেকে যেন দুজন দুজনার অঘোষিত শত্রু। বুধবার মারা গেছেন ফিফার অন্যতম এই শীর্ষ কর্মকর্তা হুলিও গ্রন্দোনা।
কোচের চাকরিটা যাওয়ার পর গ্রন্দোনাকে মিথ্যুক বলেন ম্যারাডোনা। গ্রন্দোনাও নানাভাবে ম্যারাডোনাকে অপদস্থ করতে থাকেন। তিনি এক সময় জোর গলায় দাবি করেন, ম্যারাডোনার থেকে মেসি অনেক ভালো খেলোয়াড়।
ম্যারাডোনা-গ্রন্দোনার বাহাসের সর্বশেষ উদাহরণ ব্রাজিল বিশ্বকাপ। ইরান-আর্জেন্টিনা ম্যাচ শেষে গ্রন্দোনা ‘ফুটবল ঈশ্বর’কে কুফা বলে অভিহিত করেন। বসে থাকেননি ম্যারাডোনাও, গ্রন্দোনাকে পাগল, নির্বোধ বলতে ছাড়েননি তিনি। সঙ্গে এটাও বলে দেন, ‘তিলে তিলে ওই বুড়োটা অর্জেন্টিনার ফুটবলকে চুষে চলেছে।’
যাই হোক, হুলিও গ্রন্দোনার এই মৃত্যুতে কী বলে নিজের অনুভূতি প্রকাশ করেন ম্যারাডোনা তা-ই দেখার বিষয়। খুশি হবেন, নাকি মরহুমের আত্মার শান্তি কামনা করবেন?