ইরাকের নতুন প্রেসিডেন্ট মাসুম
সুরমা টাইমসঃ ইরাকের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কুর্দিস রাজনীতিক ফুয়াদ মাসুম। তিনি জালাল তালাবানির স্থলাভিসিক্ত হয়েছেন। বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে আরো বলা হয়েছে, বৃহস্পতিবার ইরাকের পার্লামেন্টে সংসদ সদস্যদের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন ফুয়াদ মাসুম।
৭৬ বছর বয়সী মাসুম তালাবানির নেতৃত্বাধীন প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান পার্টির প্রতিষ্ঠাতা সদস্য।
২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর দেশটির শীর্ষ পদগুলোতে একটি ভারসাম্য প্রতিষ্ঠার প্রয়াস দেখা যায়। প্রধানমন্ত্রী যদি হন শিয়া তবে একজন কুর্দি হয়েছেন প্রেসিডেন্ট। আর সুন্নিদের মধ্যে একজনকে করা হয়েছে পার্লামেন্টের স্পিকার।
ইরাকে সুন্নিপন্থি জঙ্গিরা দেশটির একটি অংশ দখলে নিয়েছে এবং তারা সরকারকে নানামুখী হুমকিতে রেখেছে। এরই মধ্যে কুর্দিস্তানের স্বাধীনতার জন্য গণভোটের চিন্তা করছে সেখানকার নেতারা। এ অবস্থায় ফুয়াদ মাসুম কীভাবে দেশের পরিস্থিতি শামাল দেন- তাই এখন দেখার বিষয়।