গোলাপগঞ্জ পৌর নাগরিকবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা কে এম আব্দুল্লাহ ঃ গোলাপগঞ্জে আগামী পৌর সভার নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী আমিনুল ইসলাম আমিনের উদ্যোগে গত ২০ জুলাই তার নিজ বাড়ীতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল মালিকের সভাপতিত্বে ও বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুস সালামের উপস্থাপনায় উক্ত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা সভাপতি এনামুল হক কাফি, গোলাপগঞ্জ উপজেলা সেচ্ছা সেবকলীগ সভাপতি ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রুহিন আহমদ খান, বিএনপি নেতা মাহবুবুর রহমান, জামায়াত নেতা আব্দুর রউফ, খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ মাওলানা নুরুল হুদা, কৈলাশ টিলা গ্যাস ফিল্ড কর্মকর্তা এটিএম সিরাজ, আওয়ামীলীগ নেতা হুমায়ুন রশিদ মামুন,খেলাফত মজলিস নেতা মাষ্টার বুরহান উদ্দিন,মাষ্টার নুরুল হক, খেলাফত মজলিস গোলাপগঞ্জ পৌর সভাপতি মাওলানা আব্দুল আহাদ, ছাত্র নেতা খালেদ আহমদ, মোহাম্মদ আলী, জসিম বিন ফয়জু, রিয়াজ উদ্দিন, আল আনহার, আহমদ আশরাফুজ্জামান, শাহনুর আহমদ, মনজুর আহমদ, জাবের আহমদ, ছাত্রলীগ নেতা মাহমুদ হোসাইন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাজিদুর রহমান, শফি আহমদ সেলিম, বেলাল আহমদ, রুহুল আমীন, মাওলানা বিলাল আহমদ, সাইফুর রহমান সয়েফ, আলবাব আহমদ প্রমুখ। মাওলানা সুলাইমান আহমদের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওদুদুর রহমান হুদ মাওলানা।