গাজায় নয় ব্রাজিলের শিশুদেরই অর্থ দিচ্ছেন ওজিল
সুরমা টাইমস ডেস্কঃ মেসুত ওজিল কোন দেশের শিশুদের অর্থ দিচ্ছেন, গাজায় আহতদের নাকি ব্রাজিলের শিশুদের? এ নিয়ে বাংলাদেশে গত কয়েকদিন ধরে বেশ গুজব ছড়িয়েছে। কয়েকটি অনলাইন পত্রিকা খবর প্রকাশ করে ওজিল গাজায় আহত শিশুদের বিশ্বকাপ খেলে পাওয়া নিজের পারিশ্রমিকের সব অর্থ দিয়ে দেবেন। এরপর আজ আবার জানা যায়, গাজায় নয় ওজিল অর্থ দিচ্ছেন ব্রাজিলের ২৩ শিশুকে।
বিতর্কের সূত্রপাত ওজিলের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্ট থেকে৷ সেখানে ওজিলের হয়ে জানানো হয়, বিশ্বকাপ থেকে তার সব আয় তিনি দিয়ে দেবেন শিশুদের৷ সেখানে লেখা হয়েছে, আগে তিনি ব্রাজিলের ১১জন শিশুর অস্ত্রোপচারের অর্থ যুগিয়েছেন, তবে সংখ্যাটাকে বাড়িয়ে তিনি ২৩ করতে চান৷ কিন্তু খবর ছড়িয়ে যায় মুসলমান খেলোয়াড় ওজিল গাজায় ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিন শিশুদের চিকিৎসায় ব্যয় করবেন বিশ্বকাপ থেকে করা তার সমস্ত আয়।
ইয়াহুস্পোর্টসের খবরেও এ ধরনের বিভ্রান্তি ছড়ানো হয়। আজ অবশ্য প্রকৃত সত্য জানা গেছে৷ সত্যটা এমন, ওজিল ব্রাজিলের শিশুদের অনুদান দিয়েছিলেন গাজায় যুদ্ধ শুরুর আগে৷ এখন তিনি আরো ১২ জনকে অর্থ সহায়তা দিতে চান।