২১ পরিবারকে আর্থিক সহযোগিতা করলেন খালেদা
সুরমা টাইমসঃ গুম ও খুনের শিকার ২১ পরিবারের সদস্যদের ঈদ উপলক্ষে আর্থিক সহযোগিতা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২১ নেতা-কর্মীর পরিবারের সদস্যরা সাক্ষাৎ করতে গেলে তিনি প্রত্যেক পরিবারকে নগদ এক লাখ টাকা করে অর্থ সহায়তা দেন। এ সময় ২১ নেতাকর্মীর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। কান্নার এক পর্যায়ে সুমনের ভাই মূর্ছা গেলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত বছর আন্দোলন চলাকালে গুম-অপহরণ শিকার হন এই ২১ নেতাকর্মী। সাক্ষাতকালে খালেদা জিয়া বলেন, সারাদেশে এ রকম অনেককে গুম করা হয়েছে। যারা চলে গেছেন, তারা ছিলেন দলের অ্যাসেট। তাদের একটিই অপরাধ ছিল, তারা বিএনপি করেন। স্বজন হারাদের সান্ত্বনা জানিয়ে তিনি বলেন, আপনারা মনকে শক্ত করুন। আল্লাহকে ডাকুন। একদিন না একদিন এর বিচার হবেই। কারা গুম-খুন করেছে, সব তথ্য বেরিয়ে আসবে। এ সময়ে উপস্থিত ছিলেন, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, আবদুল কাইয়ুম, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানী, শিরিন সুলতানা, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাশার, এম এ কাইয়ুম, মো. সাহাবুদ্দিন, আনোয়ারুজ্জমান আনোয়ার প্রমুখ।